মুষলধারায় বারি-ধারা
কখনো সোজা কখনো তেরছা
‘বৃষ্টি মানে সৃষ্টি”
একার ভাবনা নয় ।

শব্দ কেমন খাদে নিখাদে,
গাছের পাতায় বাড়ীর ছাদে ;
মন হল চঞ্চল ।

একটু একটু খুলছে জানলা,
গল্পঝোঁকে, হাল্কা ছাটে ভুলছে শোক ।  
স্বপ্ন মধুর  টুকরো স্মৃতি
কাজলচোখে, মিলন সুখে পূর্ণ হোক ।  

শিশু চারা বাঁধন ছাড়া
ধানেরক্ষেতে,
জমিয়ে রেখে জল ;
টাপুর টুপুর বৃষ্টি আসুক, অঝোর ধারায়,
ঘন-পাতার ছাতায় ঘুমোক
বুলবুলির দল ।

উথাল পাতাল মনটা ভিজে,
বিষম আন্‌মনা -            
পায়রা এসো, বসো চিলেকোঠায় ;
অসময়ে, বেহাগ সুরে ‘বকম্‌’ ‘বকম্‌’ গান,      চিরাচরিত প্রথা ।
ঝাপটা দিয়ে ডানার জলে করিয়ে দিয়ো স্নান ।  
‘বৃষ্টি পড়ুক টাপুর টুপুর
নদে এলো বান’ ।