বাজিয়ে ঘণ্টা জানিয়ে গেল ঘড়ি
হ’ল সকাল পাঁচ অথবা ছয় –
অধীর রবির আলগা সুড়সুড়ি ।
শীতের হাওয়া সদর দরজায় -
লেপ, কম্বল মোড়া শরীর
মাথা থেকে পা ।
ঘুরছে বিমান, বিমানঘাঁটির ছাদে
ব্যাকুল প্রাণ উদ্বেল সঙ্ঘাত -
কন্ট্রোল রুম দেয় নি খবর নামার ।
গর্ভবতী মায়ের পেটে শিশু -
ঢক্কানিনাদ আশঙ্কার বোল ।
আধেক ঘুমে স্বপ্নে বিভোর কে!