তুমি করছ ইশারা
ব্যস্ত সবাই,
দিতেই হবে সাড়া ।
ঢেউ সামলে জাহাজ পেল গতি -
মেঘে জলে দুরন্ত সঙ্গতি ;
নিয়ম মেনে খেলতে দিলে না ।
জানলাম না ধড়ফড়ানি বুক -
রবি-শশীর গরিমামাখা
চিরন্তনের টান ;
মায়ামোহ জালে বাঁধা সুর
আলোকবর্ষ দূর ।
ইশারাতে পাগল দিশাহারা ।
আমার আবেগঘন শ্বাস
পারছে না ছুঁতে তোমায় ;
শিহরণে উঠছে দুলে
কোমল শরীর -
মুক্ত-মানিক অজানা কৌতুক ;
ঠুলি বাঁধা অভিসারের চোখ ।
জাহাজ ছেড়ে ছোট ডিঙা
ভাসাই সাগরে