কাঁঠাল,
তোমার গায়ে কাঁটার শাল ।
গাছ পাতার রঙে ,
খেলা লুকোচুরি
তাই তুমি সুন্দরী ।
এঁচোড়, যখন কাঁচা
গুঁড়ি বা শক্ত ডাল -
নাগপাশে ব্যক্তিসত্বা আঁটা
রূপ রঙের বাহার ।
কথায় বলে পাগল মেঘ
আনছে ডেকে বাণ।
দূর থেকে -
লোভী লোলুপ চোখ
আহ্লাদে নেয় স্বাদ,
হয় না তোমায় ছোঁয়া ।
উন্মোচনে বুনো মাছির দল
ধরে তোমায় ছেঁকে ;
মৌমাছি নয় তো ওরা -
বানাবে মৌচাক ।
পাকা কাঁঠাল,
ভারিক্কি হ’ল চাল ।
গর্ব তোমার, পরিবেশে সুবাস -
মাতোয়ারা জোয়ান থেকে বুড়ো ।
তোমার আঁঠার বদনামে
কবির কলম তোমায় গেল ছুঁয়ে ;
মাহাত্ম্যে কাঁঠাল ! তুমি কাঁঠাল ।
রসিকজনে নিচ্ছে
তোমায় চিনে ।