দাদুর বন্ধু দিল ‘পেণ্ডুলাম ঘড়ি’
যৌতুক মায়ের বিয়েতে ।
টিক্ টিক্ শব্দে
আজও ঠিক,
দেওয়ালে ঝোলানো স্মৃতি
ঘণ্টায় ঢং ঢং বাজে ।
দম দিতে চেপে ধরি
বলি শুধু, থাম্ ‘এইখানে’ ।
সময় একটা হোক্ -
‘মালাবদলের পালা’
খাঁচা বন্দী ময়না টিয়ে ।
পৃথিবী মেরেছে পাক -
ক্যালেন্ডার, হারিয়েছে পাতা ;
স্থির অঙ্ক ঘড়ির গোলকে ।
আকাশে খণ্ড মেঘ,
নদীতে কলার ভেলা -
মোহময় ছলাকলা
বাজে ঘণ্টা এক সুর তালে ।
সময় একটা হোক্
বলি শুধু, থাম্ ‘এইখানে’ ।
ক্লান্ত মন, হয়রান জীবন -
ক্লান্তি নেই
তোর এই চলা ;
তাই রাখি ছোট এ আর্জি
পারবি কি - উল্টো ঘুরতে ?
চাই না ‘যযাতি’ হতে
আত্মা চাই বিকোতে আমার ।