বেদ, উপনিষদ্ পুরাণ গাথা
‘শ্রুতি’ নামে পরম্পরা গল্প বলা;
শুনেছি, শুনতে হয় বলে ।
পড়াশোনা পাঠশালা মেলা বকুনি
চেনা ছক কালোসাদা বিবর্ণ ছবি ।
‘সেলেট্’ পাথরে লেখা হরফ-লিপি
বুলিয়েছে এই হাত কয়েক’শ বার ;
ধম্ম ছেড়ে কম্ম ছিল সোজা রাস্তায় -
ধন্দ ছিল আঁচড়ের খাঁজে ।
‘কি-প্যাডে’ ছুঁইয়ে হাত
হরফ যা খুশি -
ঝক্ঝকে ‘মনিটারে’ নেই সেই দায় ।
হিমবাহ দেবে জল, এটা ঠিক ।
নদীর ঠিকানা পথ,
বলে দেব আমি।
যে দিকে চাইবে মন
প্রভাত কিরণ -
সেদিকেই হবে বিকিরণ ।
আত্মা বলবে কথা, শরীর ছাড়া
দরজায় কড়া নেড়ে
বলে মহাকাল ।
টুইটার, ফেসবুকে দাদা ও আম্মা ,
মাকড়সার জালে ফাঁসা ‘ঠাকুরমার ঝুলি’ ;
নাতি দেয় প্রোফাইল্ আভরণ ।
ঝোলে-ঝালে-অম্বলে স্বপ্ন দেওয়াল -
সাধ্যি কে হবে পার ‘ই-কাহিনী’ ।