পরি, বেচে মাছ ,
স্কুলে ছিল সাথী
কোন এক কালে
হাসি মুখ, বিনয়ের অবতার ।
চিঠিতে ‘তিনটে কথা’,
ভীষণ সিরিয়াস !
ঝড় নয়, বসন্তের পাগল হাওয়া ;
সোমাকে গোলাপী খামে লেখা অকপটে ।
লাইসেন্স কেড়ে নিল
আহাম্মক পুলিশ !
মারলাম কষে এক বিরাশি সিক্কা -
ঝর্ণার শীতল জল স্নায়ুতে স্নায়ুতে ।
কাঠের চেয়ারে বসে এই লেখাজোখা
কামদুনি, সাত্তোর, কালনা, কাটোয়া -
শুধু হয় টিভির খবর ।
মারামারি, খুনোখুনি মাঝ রাস্তায়
খোলা চোখে দেখলাম সব -
ক্যামেরা মারছে ফ্ল্যাশ্ ,
চক্রব্যূহে অভিমন্যু আমি ।
‘বাজারে আমের দাম
বেশী কেন আজ ?’
এর বেশী ইতিহাস ‘তিন-দশ-চার’ ।
ভাল না লাগার মাঝে ভালই আছি ;
চাঁদের কলঙ্ক মাখা চাঁদেরই আলো -
তাপ অনুতাপ আজ সৃষ্টিছাড়া ।