বলেছিলাম 'অবস্থান' আর 'কাল'
সবটাই বেঠিক
তা না হলে -
মাটি উঠল কেঁপে
শোরগোল চারদিকে ;
আমি পেলাম ডানা
উড়লাম আকাশে ।
বিনা দূতে এগিয়ে চলে বার্ত্তা ।
শুরু কোথায় ? খোঁজার ছলে
লেখা হ’ল পুঁথি
বেহিসেবি দিন কাটল
রামধনু রঙ এঁকে ।
কে জানতো !
আসবে সেদিন ফিরে ।
গরমিলে বাহাদুরি
সোনা-রূপোর দর ।
অনেক রাতে ঘরে ফিরল ছেলে ;
জল্পনাতে মাতব্বরি দাদা ।
বেড়ায় ঘুরে গোলাকারে
টবের কিনারায় –
লোভী পিঁপড়ের দল ।
খেলা চলে ‘মিউজিক্যাল্ চেয়ার’ ;
দলপতি বাছা আমার কাজ ।
ভর্ত্তি উকুন মনোবিদের দাড়ি -
রাস্তা সোজা
তবু ফিরে আসা ।
ব্যস্ত সবাই ‘অবুঝ’ অজুহাতে
থেকে গেলাম ‘আমি’ অনাহুত
আলোর আঙিনায় ।