তাপ আর আদ্রতা
গল্ গলে ঘাম ;
রুমালে কপাল মুছে ,
চোরা হাসি মুখে
ঠাসা ভীড় মহাজাতি সদন ।
পিপাসাতে শুকিয়েছে গলা
দুরন্ত ক্যাক্টাস্ ! উপজাতি গাছ ।
যুদ্ধের নিয়ম মেনে পরাজয় গ্লানি
চরাচরে চিরঞ্জীবি অশ্বত্থামা তুমি ।
চুপিসারে রাতের আঁধারে -
হল বধ, দ্রৌপদীর গর্ভজাত
শিশুপুত্র পাঁচ ।
অজানা আগামীকাল
পাশে তুমি আজ !
বাদলের গান শুনে
দিগন্তের সারি সারি গাছ
হেলেদুলে অবাধ্য নাচ ।