বহুদিনের বহুকালের জানাশোনা
খবর নেওয়া হয় নি অনেকদিন ।
রোজ কাগজে অঘটনের সারি -
সাংবাদিকের উদার কলম লেখে ;
সাধারণের পাঁচালিতে জীবনগীতি
লাল্টুর চা, পল্টুর চপ, পরিতোষের মুদির দোকান
আমরা ভাল আছি ।
পাঁচিল ঘেঁষা প্রতিবেশীর শিউলি গাছ ;
ঝড়িয়ে ফুল পথের ধারে সবুজ ঘাসে
নেশায় মাতাল্ তুমি আমি -
ছড়িয়ে গল্প শূন্য-মহাকাশে ,
নস্টাল্জিক্ কথা মানে প্রলাপ ।
গাড় নীলে প্রকট হলুদ, তুলির টান
ভিন্ন স্বাদে সিঞ্চিত রস
উদার যুবক কল্পতরু -
নিয়ম মেনে জলের যোগান টবের গাছে ;
কেয়ারিতে বাহারি ফুল কয়েকটা দিন ।
জোয়ার ভরা গঙ্গার জল ;
সর্বাঙ্গে মাটির প্রলেপ কুস্তি ল’ড়ে
যুঝছে জীবন -
উৎসবের মহড়াতে ,
তার-স্বরে হল্লা বোল ভাল আছি ।
গুণীজনের মঞ্চ ঘিরে
‘নির্ঝরের স্বপ্নভগ্ন’ দুঃসময় -
‘আপনি বাঁচলে বাপের নাম’
গুরুবচন মানতে হয় ।
পথে ঘাটে আর শ্মশানে
গৌরাঙ্গ আলোক স্তম্ভ -
ব্যবধানের রুপের আকার
বিকল্প মন দেখতে নারাজ
ভাল থাকার পাচ্ছি খবর তোমার আমার ।
বাঁচার মন্ত্র হয়নি শেখা
দিব্যি তবু চড়ে বাড়াই এই আঙিনায় ;
কালবোশেখী না হলেও
নামবে বৃষ্টি টাপুর-টুপুর এই আশাতে ।