তোমার কালো দীঘল চোখে,
অনুরাগের পাতায় পাতায় –
আজ এখানে বৃষ্টির জল যায় ছুঁয়ে যায় ।
ভবঘুরের ঝুলি এখন ,
সহজ বোঝা পলিথিনের ক্যারি ব্যাগে
প্রাণের কথা ।
রান্নাঘরে কোণের ফ্রিজে জমে বরফ
অবকাশেও খোলে না সে ।
বৃষ্টির জল নাচের তালে
স্বপ্ন-সোহাগ ছোঁবে মাটি
অনুভূতির ছন্দে মিশে ।
লাজুক হাওয়ায় উঠছে দুলে, মিষ্টি রোদে
আলতো ছোঁয়া
চিকচিকে চুল কপাল বেয়ে ।
চোখের জলে রাতের কাজল
বেঁধে তো নেই একতারাতে ।
আধেক বোজা চোখের তারার
ব্যস্ত ভ্রমণ ;
ঠোঁটের কোণে ইতস্তত সরল হাসি -
অঝোর ধারার বর্ষার জল
থাকুক থেমে ঐ দূরেতে ।
আস্তরণের জমা বরফ গলবে এরার –
স্পষ্ট হবে এলোমেলো রাতের লেখা ।
ছেঁড়া পাতা উড়বে হাওয়ায় –
আদর করে বলার বোধ হয়
এটাই সময় ।