প্রান্ত ধ’রে রোদের উঁকি ঝুঁকি
পথের ধারে ছায়া হ’চ্ছে বড়
অচেনা লোক হা্তটা তুলে
জানায় উপস্থিতি ।
এই সকালে হয়তো পেলাম কিছু ।
দৌড় অনেক –
স্বেদবিন্দু কপাল বেয়ে নামে ।
সমীরণে খানিক শিহরণ -
এই সকালে চিন্তা বুনো ঝড় ।
জনা কয়েক জোয়ান আর বুড়ো
যোগ ব্যায়ামের বিজ্ঞাপনে পাগল ;
চাওয়ার বহর সময় বুঝে
মানে থাকে কিছু ।
এই সকালে তবু কাছাকাছি ।
বিভ্রান্তি স্মৃতির আলগা টান্
ছন্দকূজন সাথে ক’জন
এবড়ো খেবড়ো পথ ;
পরিচিত কাব্যগাথা ,
এক লাইনের লেখ (গ্রাফ্) -
এই সকালে উদাস হাওয়া
আমার দোসর আমি ।