‘সব ঠিক হ্যায়’
শুনতে লাগে ভাল,
ছোট ব্যাগটার সাইড পকেট দেখ
‘নিকোরান’ আছে ওখানে রাখা
আর কতদিন বলব বল তোমায় !
‘কিন্তু’ একটা শব্দ
বাংলা ভাষায় ;
বৃত্ত আছে
ব্যাস মাপতে গলদঘর্ম দিন –
মনটা শঙ্খচিল ।
সব ছিল ঠিক,
দুঃখ সুখে খানা-খন্দের পথ
নতুন স্বপ্ন সাধ -
লাগিয়ে কলা
না কাটলে পাত ।
জনপদে সাধারণের
অসাধারণ আমি -
রাজস্বপ্নে বিকিয়ে দেমাক
দুর্যোগের রাত ।
আমের বাগান এখন গ্রীষ্মকাল
ঠিকানা তোমার
দূরের আকাশ নয় –
কত কি হয় ...
আর সকলে বেবাক ।
ভোটের কারুকাজ - নতুন আভরণ ;
মানুষ তুমি
হ’য়ে যে যায় ভুল ।
আর্জি ভীষণ, আকাশে আজ, রোজ
আসুক বাদল ধেয়ে –
ধুলোর গন্ধ পাল্টাবে স্বাদ
বৃষ্টি ছোঁয়া পেয়ে ।
আলোর মালা কথার ফুলঝুরি
গুলিয়ে দেয় "স্বচ্ছ ভারত"
ধুলোয় নিরন্তর;
মরুদ্যান গর্ব মরুভূমির -
যাক না ধুয়ে কলাপাতার
মোটা ধুলোর স্তর ।