অসম্ভবের সঙ্গতে তাল মিথ্যে দেমাক,
যায় না বলা শব্দগুলো ভাঙছে প্রাচীর বুকে......
সন্ধ্যামণি, কৃষ্ণকলি হরেক বাহার নামে
ডানা ফোটায় সূর্য্য ঢলার বেলায় ।
হিমেল বাতাস ঊষ্ণ ঘোমটা লাজুক ;
অপরাজিতা মেজাজ বেলীফুলে ।
দিক্–বিদিক প্রাংশু লালসা
সময়ের তাস জুয়ার টেবিল জুড়ে ;
কড়মড়ে তেজ অশ্বমেধের ঘোড়া
ললাট জুড়ে লম্বা তিলক ‘ধম্মো’ নড়বড়ে ।
লালমাটির শাল তমালে, বেত্তমিজি দাপট
প্রতিফলন অবোধ ছায়া খাবলা গোস্পদে ;
শৃঙ্গা ফুঁয়ে মিথ্যে বেসাতি
জলে-ডাঙ্গায় কাঁকড়া কুমীর, অধীর বিচরণ ।
ধুলোর চাদর টেনে গোমর,
মনের অস্থিরতা......
পোষা মাছের নজরবন্দী খেলা ।