ঘন কালো লম্ফ-শিখায় অশুদ্ধ পাতন তেল
দীপ্ত তেজে নীরব হাসি যোগ সাধনার খেল ।
শ্রোতার কানে ভোমর গানে খেয়াল খুশি মত
উড়ছে ঘুরছে গোপন কথা গতিবেগে শত ।
ধান জমির ফাটা মাটি তবুও কটা পাখী
তৃপ্তি খোঁটায় সোনা ফসলের আঁশ -
মৃগয়াতে বেবাক দোপাটি ।
পলিথিনে মুখ বন্ধ ঘরের আবর্জনা .........
মৃদুচাপে চাপাকলের চাবি -
ইচ্ছে গড়ায় স্বচ্ছ জলের ধারা ।
খোলা জানলায় এলোমেলো কালবোশেখি হাওয়া
সাদর সদর আমন্ত্রণে, বালাই কীসের চিঠি ।
জবা ফুলের পরাগ দণ্ড চটকিয়ে রাত জাগা
শঙ্খ ফুঁয়ে তুলসীতলায় এঁটো কলার পাত ।
দিনমণির কিরণ ছটায় বর্ষবরণ পাবন !!
রাবণ বধের কেরামতি সহজ সমীকরণ ।
জ্বল-জ্বলে পাঁজির পাতায় শখের পয়লা বোশেখ ?
চকচকে দেশী ছুরি মাতাল-গন্ধী কেক ।
এই আসরের সকল সদস্য এবং পরিবার বর্গকে জানাই নববর্ষের আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা ।