স্বপ্নটা ছিল আবেশে বিবশে
বালিশ আভরিত চোখের জল ;
দখল যেখানে বিড়ম্বনা -
ডিঙিয়েছে বেড়া করেনি শাসন ।
হাতছানি দেয় নানা প্রলোভন
যৌন লালসা চমকিত ছল ।
দানবীয় চোখ ন্যাড়া মাথা ছেলে
আদ্র বায়ুতে ঘুঁটে পোড়া ঘ্রাণ ......
বারি ছিঁটে-ফোঁটা জিভের ডগায় ;
ভাসমান কথা মাতিয়ে বেড়ায় ।
তিমির লিপ্ত কঙ্কালী কায়া
ধর্ষক-কামী অভাগী সরনী -
জেদের বেড়িতে নিঠুর ‘গড়ুর’ ;
ধীর পায়ে চাঁদ মেরে যায় উঁকি ।
কাব্য যখন মাঝ পথে থেমে
বিয়ার গ্লাসে শুধু ঠোকাঠুকি !
পথটা তখনও ভেজা নুড়ি জাল ......
তবুও মেয়েটা গলির মাথায় ।