পা ওঠে না সিঁড়ির উঁচু ধাপে,
যেখানে মন আতা গাছের
ঘন পাতার ফাঁকে ।
নৈঋতের চমক হাওয়া - রিমঝিম টঙ্কার
ঝুঁটি নেড়ে কলাবতীর শান্ত অহংকার ।
পথে ঘাটে ছায়া ঘন কালো,
বৃষ্টি এলো......
পাঞ্জাবির হাতায় জমলো জল
সেইদিনটাই দেখা হবার ছিল ।
পাঁচিল কানায় অপরাজিতা লতা
ফিটফাট গিরগিটি ।
ফেরালে চোখ – সাদা,নীল,ধূসর
চপলমতি রুধির-ধারা মিছিল মগজে ।
ঐ রাত ফন্দি-ফিকির সাজ
নির্লিপ্ত পঞ্চমীর চাঁদ ।
কথার তরঙ্গ,
নির্ঝরিনী - সেতার মূর্ছনা ;
ছড়িয়ে আঁচল দুব্বাঘাসে
ইশারার রঞ্জনা ।
হাত বাড়ালে আকাশ,
ছেঁড়া মেঘের ভবঘুরে চলন - শিঞ্জিনী শৃঙ্খল ;
লাঙল চাষে ওলটানো মাটি ।
আদর প্রভাকর - কালের কোলাহল ।
নীচের ধাপ হরির লুঠ, উন্মুক্ত সুখ ;
ঝরাপাতায় লিখে রাখা চাতক চাহিদা ।
শিকে ছেঁড়া বেড়াল কপাল
বেনামী সওদা ।