হামাগুড়ি দেওয়া জীব
তুই শূকর ! ধন্যি......
বেড়াল গলায় ঘণ্টা বাঁধা হয়নি প্রথম রাতে ।
প্রথম দেখায় চুম্বনে শখ মেলার গ্যাস বেলুন ;
কদিন পর সেদিন,
নিঃশব্দে চুপসে গ্যাসের বেলুন
বর্ণশোভায় লিখলো আকাশ –
বেদম সমকামী ।
মধ্য পথে ছিল ক’টা ঠাট্টা রসিকতা ;
স্বভাব গুণে ছেলেটা বৃহস্পতি যোগ
ভেজাল, বুদ্ধি রাশি ।
পোশাকি রাত, কাঁটা চামচ,
ছুরি কাঁচি, ঝন-ঝনি আওয়াজ ;
টিম্ টিম্ সলতে জ্বলা, রোমাঞ্চকর আলো
কাঁচা লালে গ্রহ মঙ্গল মাটি......
হলদেটে সবুজ ঘাস অজ্ঞানী মেজাজ ।
শক্তিশালী ভালুক (Beer) গড়ায় বোতল থেকে গ্লাসে -
দুজন তখন বড়ই কাছাকাছি ।
সাপের বিষের ছোবল চোটে, ডিস্কো ধামাকা ;
চিরে আকাশ বায়বীয় সাঁতার ।
পাশের বাড়ীর নধর পাঁঠা, বটের পাতা চিবোয় ।
শব্দপ্রেমী বান্ধবী - শিউলি ঝরায় ম’জে
বাজার জুড়ে ‘মি টু” ফাটায় দেওয়ালি পটাকা ;
পশুর রাজা ‘সোয়াইন ফ্লু’ – তে ধোঁকে ।
শিকার বিঁধে দিন কাটানো চিরাচরিত রীতি -
অনাদরের কেশর নেড়ে সিংহ বিক্রম ;
অজগরের কাম সাগরে জাপ্টা-জাপ্টি প্রেম ।
রাগের ভালুক(Beer) উপচে গেলাশ
ছিটকানো স্বাদ তেঁতো ;
সুবাসিত বকুলতলার ভিন্ন সুখ প্রীতি ।