অভাগী কান্না

হিসেবের বেশ কটা দিন গেলো কেটে
এ গলি সে গলি হেঁটে ।
সোজা পথ হয় না যে শেষ ।  
উদ্দাম বোশেখি ঝড়, সাজিয়ে আসর
মেতেছে হুঙ্কারে,  
দিকে দিকে চেতাবনি বিশেষ ।  
  
চকমকি বিদ্যুৎ, টূকটাক শিলাঘাত
মুক্ত পথ শকট দাপটে ;  
নিস্পেষিত কচি আম, আশাহত
বোঝাপড়া জটিল সংঘাত...    
সৃষ্টির বিধিযোগ মেনে ।  

যাত্রাপথে বেমানান মুছে ফেলা  
দেওয়ালের দৃশ্যমান আলো ।  
আবদ্ধ বিলাসী মান, দাগী ঘেন্না ;
বাতাসের তুলোধনা জিদ......
ভাঙ্গা নীড়, অসহায় পক্ষীশাবক  
অদম্য নয়নলোর, অভাগী কান্না ।  

ফাঁকা মাঠে খুঁজি সাশ্রয় ।

দিগন্তে আপতিত – আলোকরশ্মি
নাকাল বাদল পোকা, আবার ছোটা ।