জনতার আশীষ –
সুযোগ বুঝে রাজা উজির পেতে দিলো আসন,
দই চিড়ে সহযোগে গল্প সাত কাহন ।
পোষ মানিয়ে যে যার খাঁচায়
শেখায় শতেক বুলি
দেখিয়ে ভয় তোমায় আমায়
ভরলো ভোটের ঝুলি ।
আজ বিকেলে -
প্রথমটাতে, বেশি বয়স তাদের পছন্দ ;
দ্বিতীয়তে ‘ডিও’ প্রেমিক দেহে সুগন্ধ ।
বলছে সবাই অফিস তালুক ঝুলুক তালা মোটা -
অনলাইনে হচ্ছে খেলা কোথায় সমস্যাটা ।
তৃতীয়তে, সহজ পাঠে লাগাতে হবে তাক
‘শ্রী’-জগতে ল্যাপটপে বাজাও সুখে ঢাক ।
তীর ছুটেছে রব উঠেছে – সাধু সাবধান !
‘গুগুল’ গ্লোবে ডিজিটালে কিশোর বলিদান ।