স্বাধীন দেশে বিকেল –
শেষ বিকেলে খেলা শেষে উটকো লোকের বাঁশি,
লেড়ো বিস্কুট প্যাকেট হাতে মুখে দেঁতো হাসি ।
পাড়ায় পাড়ায় ছড়িয়ে ফেলে জাল
এইতো সময় তুলে নেবার দেশ ভরা কাঙাল ।
বিশ্বকবির দেশপ্রেম গান গলা মেলাতাম
বলিদানে তৈরী আমি শপথ আওড়াতাম ।
ছেঁড়া গেঞ্জি হাফ প্যান্টে ভরসাঁঝে সেলাম -
হাড়ে হাড়ে পাছি টের দিচ্ছি এখন দাম ;
‘লেড়ো’ বিস্কুট সাথে চা গোলাম বনে গেলাম ।
যেমন কাটে দিন –
সাজানো তাক রঙিন প্যাক পাউরুটি লোফ ;
পেরিয়ে গেছে স্ট্যাম্প মারা এক্সপ্যায়ারি ডেট ।
সব পাড়াতেই একটা দুটো পাউরুটি কারখানা -
রি-সেপ দিয়ে উঁচু তাপে আবার হচ্ছে রান্না ।
নয় নতুন কিছু, যাকে বলে একেবারে
পাতি, সাদাসিধে টাস্ক -
চলতে ফিরতে সকাল চায়ে বিস্কিটটা ‘রাস্ক’ ।