পরিবেশের আওতায় –
পাশের বাড়ীর মিনি,
প্রভাতী চা গন্ধ পেয়ে চারপেয়ে দৌড় -
গা লাগিয়ে সোফায় ঘেঁসে বসে যেত কাছে,
মা বলতো – ‘ভাগা ওকে ভাগা’
সোজা গোঁফে পেট ফুলিয়ে কপটতায় হাঁচে ।
গা ঝেড়ে ছড়াবে লোম ভীষণ দুর্ভোগ
সবার দেহে ছড়িয়ে যাবে ‘ডিপথেরিয়া’ রোগ ;
বিচ্ছিরি বদনাম ।
অজানা ফুল মালায় -
পাহাড় বেয়ে নামলো ধেয়ে শহর গাঁয়ে
খুশির চকিত ঝর্ণা ;
পোষ-পাবণে তাথৈ তালে
মন্দ হাওয়ার দোদুল দোলে
লাস্যময়ী নটরাজী কিশোরী পর্ণা ।
ভালোবেসে, ডাকলো সবাই ‘কোভিড-করোনা’ ।