বর্ষপূরণ বাজেট –
করোনা’তে মিলছে হদিশ, বিশ্বযুদ্ধ সাজিশ ;
এলো সুযোগ দে ঠুকে দে ‘এফ আই আর’এ নালিশ ।
মেট্রো রেল, সাবেকি ট্রেন, বাস, ট্যাক্সি, গাড়ী
পর্ণ কুটির টালির ছাদ উঁচু টাওয়ার বাড়ি ;
থানার ওসি হাবিলদার লিখিত নির্দেশ……
পাড়ার দাদার কানে কানে পাঠাও সন্দেশ ।
হল্লাবোলের সুরে নাচে পথের কারবারি
চেনে বেঁধে কন্টেইনমেন্ট হিসেব কানাকড়ি ।
মিডিয়াতে প্রচার ছবি আর্কাইভে জমা
অপরাধী ‘সুদীপ্ত সেন’ কক্ষনো নেই ক্ষমা ।
শেষ কথা –
কষ্ট বুঝি, দেশের লোকের ‘করোনা’ দুর্গন্ধ ;
ঘুম পাড়াতো মা-পিসিরা বর্গী হানায় ছন্দ ।
মদ মুদির দোকান খুলে প্রচার সমাচার
চাটের সাথে কাব্য ভাট জানায় প্রতিকার ।
ভাইরাসে চুলকুনি রোগ রাখছে বিশাল ক্ষত
এখনও শ্বাস ধুঁকছে যারা ভ্যাকসিনে দিন কত ?
ভুলে গেলেও তোমরা সবাই, আমরা ভুলি না -
‘করোনা’তে বসাই ছুরি খুন তো করি না ।
প্রশাসনে দুটো ভাগ কেন্দ্র আর রাজ্য,
কর্পোরেট ও আকাট শ্রেণী - স্বার্থ সাযুজ্য ।