প্রাতরাশ কুয়াশা
যানজট ঢিমেতাল
বিদঘুটে শীত এলোমেলো ।
দলছুট বুনোহাতি
নেড়ে শুড় আলাপন
গর্জনে ছাপান্ন ছাতি ।
আইনের রঙ কালো
বাইপাস রুবি হোম
ব্যান্ডেজে অনাহুত লাল ।
মাঝরাত পিঠে ছুড়ি
বর্বর মুদি শা
পিঁয়াজের পদ্ম খোলস ।
ভোর রাতে ভাঙে ঘুম
চিমটিতে ডাকি হুঁশ
বিছানার স্বত্ব সংশয় ।
বাপ কে? চেনায় মা
কাগজে দেখাও লেখা
জাতপাতে ছাপ অভিজ্ঞান ।
দিগগজ চুলকানি
পুলকিত অশনি
ফিস-ফিস হাওয়া মাতোয়ারা ।
ঢলঢলে কোট গায়
লতানো কুমড়ো ফুল
অফুরান ঢেঁড়স চাহিদা ।
পরিভাষা অজ্ঞান
খবিশ চেতনা
তালগোল সেকেন্ড কাঁটা ।
হিংস্রতা পাশবিক
হনুমান মারে লাফ
তান্ডবে অসহায় ফল ।
সাগরে অন্য ধরা
চাবুক শংকর মাছ
সাদা চূণ প্রকট দেওয়াল ।
পূবের আকাশে চোখ
টাইগার হিল পথ
অসুখ কাঙ্খিত গ্রীবা ।।