দিনের শেষ আলো…
কামড়ে খাচ্ছে আমার আকাশ
হাঁটছি, তিরিশ গজের রাস্তা মেপে
অপেক্ষাতে, ফুটপাতে
আনমনে বিভাস ।
সময়টা ভিজিয়ে নিয়ে ঠাণ্ডা রাতের পান্তাভাতে
উঁচু গাছের ক্লান্ত পাতে
বেসুরো বাঁশি অবোধ বোল …….
পায়ের পাতায় কুঁচির কাপড় উড়ছে সুধীর ছন্দে
হবু হবু সন্ধ্যে
জড়িয়ে জিভে -
মেলা কথার উচ্ছ্বাসী রোল ।
হয়তো কাছে নয়তো দুরে
জীবন চলে,
দেখা করার কথা দিতাম
হতেও পারে রাত বিরেতে
এখন বুঝি ইচ্ছেগুলো
বেদম এলেবেলে ।
দেখা হতো ঘটেও যেত
দেখা করাই ছিল উচিত কাজ ;
রসে বশে উপচে পড়া মেজাজ ।
কাঁপিয়ে ভুরু চেয়ে থাকায় ছন্দজাদু
কপাল চুলে বেতাল দোল খানিক হাসি…
গড়ের মাঠে উন্মুখি আত্মা ;
চিনে বাদাম…
গেরুয়া বসন খুশি ।
আবার হয়তো হবে দেখা
ঘন সবুজ পাতার ফাঁকে -
উঁকি দেবে গন্ধরাজের কুঁড়ি ;
মন উড়বে টেলিপ্যাথির মাকড়সার জালে ।
দুলবে চুল, ভর দুপুরের হাওয়ায়…
হয়েছে ভুল বুঝতে হ'ল দেরী ।