উত্তুরে হাওয়া খেয়ালি দমকে টুকরো মেঘের পণ্য সাজায়ে
ভাসিয়েছে ভেলা নবীন ছন্দে অজানার ধন্দে….
আকাশ ভরেছে নীলে ।

সোনালি রোদের ঊষ্ণ পরশ
লজ্জায় ঢেকে ভরা আফশোষ ;
ছুঁয়ে গেল আজ অবোধ্য প্রেম      
এ কোন নেশার কবলে ।      

অসীম অতল প্রেমের অনলে,
যতন হাসির কুহেলি ছোবলে,
জাদুমাখা টান ঠোঁটের আড়ালে -
মুক্ত নীলের স্বভাব সোহাগ
ক্লান্ত রবির দহনে ।

আত্মছায়ায় দিয়ে বলিদান  
ভরা নীলে ছিল অবিরাম টান ।
প্রতিবাদ ছিল করিনি লড়াই
ক্ষোভ নিয়ে কেন মিথ্যে বড়াই
মিছে রাখি অভিমান?

নীল রং আর কপোতীনি  মন
ছায়ার আড়ালে নিবিড় যেমন ;
তবু কেন তুমি, সুদূর আকাশে
থেকে গেলে বহুদূরে ।

হৃদয় আমার নীল রঙে ভিজে
ভালোবাসা দেয় শেষ শীতে  মজে ।
বাসন্তী আভায় চিন্ময়রূপে    
‘রাতের রজনীগন্ধা’ -
ঝিমিয়ে পড়বে তেজের দমকে
যন্ত্রণা রেখে বুকে ।

নীল! তোমায় হিংসে করেছি,
সত্যিটা রেখে গোপনে ।
অশ্রুবিন্দু অনুরাগ ভরে
বয়ে গেল বিলে সাগরে ।
অনুভূতি সব রেষারেষি ক’রে
কান্নাসাগরে দিল  ডুব……..
প্রতিধ্বনি,  রইলো  নীরব
দুরন্ত অবচেতনে ।

যদি কোনদিন অবুঝ কল্পে
বলীয়ান হয়ে অরূপ চেতনে
খুঁজে পেয়ে যাও আমাকে ;  
হলুদ গেঁধায় কবরী সাজিয়ে
শ্রীরাধার বেশে জড়াব আদরে….
সোনালী রোদের আভার দখলে,
হলুদ গেঁধার পাপড়ি ছিটিয়ে
নীলমাধবের - গোঁয়ার দর্প
ভেঙে দিয়ে যাব চমকে ।