কুড়োতে ঝিনুক মন দিইনি
অতীত, ভীষণ অতীত ;
ভুল পথে নেমেছিল নীচে
চুল ছুঁয়েছে হলুদ বিহঙ্গ ।
মাখো মাখো দুরের বাতাস, বৈতালিক লয়
বুলবুলি চোখ কাসুন্দি স্বাদে মোহ ;
কুরুশ-কাঁটার মাপা ঘরের ধাঁচ
আলগা বুনুনি,
আঁধার-ভাঙা স্নিগ্ধ কিশলয়
আলো দিচ্ছে উঁকি ।
বাগদেবীর চরণ ছোঁয়া সতেজ কাঁচা ফুল,
ছোপে ছাপে বিবর্ণ রূপ ;
বইয়ের পাতার ভাঁজে ।
পেরিয়ে পথ ডাল ভাঙ্গা ক্রোশ……
অমিল হিসেব গোলোকধাঁধা লাজে ।
উৎস স্থলে পিণ্ড আলো একা,
উল্টে-পাল্টে খোঁজ, কেবল খোঁজ ;
ভাত ঘুমে স্বপন দুপুর
পিপীলিকা পাখা ।
কলকে কুঁড়ি ভালবাসা, বিশ্বাস !
ভুলে গেলে হয় না দেনা শোধ ;
আভরণে নীল দোপাটি, চাঁপা ।
কিলবিল সব নখর আঁচড় অভদ্র কথা ;
লিখতে গিয়ে বৃষ্টি ভেজায় বনমানুষি তেজ ।
জোড়া ঠোঁট কাঁপিয়ে বেড়ায় উদভ্রান্ত অসুখ,
ঘনীভূত ধূসর ভিতে বেগুনি শীত আকাশ ।