বর্ষার জল পিছিল মেঠোপথ,
জানি তুমি আছ বাঁকের মুখে ।
কাশ্যপেয়ং মহাদ্যুতিম্ জ্বলন্ত জবা
কিরণমালায় তিন মাত্রা বিহার ;
তোমায় ছোঁবে আমার আগে
অর্ক অহংকার ।
বাঁকে বাঁকে আমার সাথে তোমার লুকোচুরি,
পাল্লা দিয়ে ছুটতে গিয়ে পিছলে পড়ি কাদায় ।
প্রখর তে্জ, গলায় মেরু বরফ -
আলোর কণা সাদাসিধে দাবী,
আমার ভীষণ হিংসে হয় ।
তোমায় ছোঁয়ার অজুহাতে,
যুদ্ধ আমার অহঃরহ
আলো কণার সাথে ;
যে ভাবেই হোক, করবে তোমায় পরশ ।
নেবে না দায় -
অনুরাগের ছোঁয়া মোটেই নয় ।
দত্যিসম আমার বিশাল বপু,
পাহাড় হয়ে তোমায় ঘিরে রাখে ;
মাসকাবারি দামাল চৌকিদার
গুহার প্রবেশ পথে ।
দাপট, জাপট অংশুমালী
দেহ আমার অচল জঙ্গম ;
উৎকণ্ঠা্য সর্বাঙ্গ খাক ।
কেবল দৌড়, অবোধ পরিমিতি
চেতনা যে সইছে উত্তাপ ।
তবুও দেখি জোনাকগুলো
ধার করে নেয় আলো ;
কায়ক্লেশে চিমটি কাটে তোমায়,
সাজিয়ে দেখায় ভানুমতির খেল……
তোমায় ছুঁতে অপোগণ্ড আজও ।