খাঁচায় পোরা
হাত-ফেরতের গণ্ডগ্রামের ময়না
ব্যালকনির
চার কোণে জগৎ !
বাড়িয়ে গলা
সোনাজলে ঘেরা তারের বেড়া ;
শব্দবন্ধে চেনা কথার
শেখানো ধারাপাত ।
ভ্রূণ-ভণিতা আদর-কদর
মাতিয়ে বেড়ায় চেনা টগর
নিত্য আরাধনায় ;
‘সত্যি’ কেমন কুঁড়ে কুঁড়ে খায় ......
জৌলুষে, কামিনী কাড়ে মন ।
অকপটে সত্যি এলো
শ্রাবণ আকাশ মেঘলা -
মাঝির জামা ভাসানো সুখ
আপাদ ছলাকলা ।
সাগর জলে নদীর ধারা
অনেক থাকে টান ;
সিগন্যালে ট্রাফিক আলো ‘লাল’ ;
আজব আজব শব্দ
জোয়ার খেলায় -
ওপারে, সব সবুজ ঘাস-ই কামাল ।
চাঁদের কিরণ সোহাগ চুমে
দূর পথিকের আলো ;
উস-খুসে সুখ
মনের ময়না, কালো ।