বেল গাছের ডাল নড়ে না হাওয়ায়
আগে পিছে সাঁওতালি নাচ ;
মিছরি বাতাস মাটির সোঁদো শ্বাসে,  
খ্যানখ্যানে সুর গাছের পাকা বাঁশে ।  

ন্যাড়া গাছে বেলের কটা পাতা -
মোলায়েম টাক বাগ মানে না,
অবোধ কটা চুল ;  
বেলাশেষে দোল খাওয়া নয়তো বিশেষ ভুল ।    

কাঁচামিঠে হিংসে ছিল পল্লবিত, কচি আম শাখে ;
বেলা শেষে আঁচলা জলে তপ্ত গোধুলি ।
সম্পৃক্ত পাকা আমে, রস জমানো স্বাদ ;        
রামধনু এঁকেছে রঙ গুনেই পরমাদ ।    
  
বনময়ূরী ছড়ায় পেখম ভেজাল টোপে -
ঘন সবুজ আঁধার বনে ইচ্ছে হলে ।  
কলেজ নোটে পাতার ভাঁজে হিজিবিজি,      
ঘুঙুর বাঁধা লক্ষ্মী বৌ তুলসীতলায় কারসাজি ।  

সাগরতটে মুঠোয় বালি, ভাবের চাপ ;    
সাগর পাখির ডাগর ডানা খুসবু প্রেম ।    
চকচকে রোদ ঠিকরে আলো দেয় যে জ্যোতি ;  
গৌরবরণ বালির দানায় আত্মাহুতি ।  

শাবক প্রেমে ত্রস্ত পদে ব্যাকুল হরিণ,
প্রলেপ ধুলোর আস্তরণে ছদ্মবেশ ।
বইছে বেলা প্রতিধ্বনি ছুটছে ঘোড়া -  
বাহাদুরি রঙে ক্ষত সিঁথির গোড়া ।  

সেলাই ফোঁড়ে পট্টি জোড়ে এই তো বেশ ;
ধানের শীষে আদর শরত চামর দোলা ।  
রীতি মেনে ‘আকিকা’ আল্লাহ্‌ শুক্রিয়া ;  
বেলাশেষে মিঠাস রোদ, ভিন্ন পুরুষ ছোঁয়া ।

‘আকিকা’ – ইসলাম ধর্মে বর্ণিত রীতি