বিন্দু বিন্দু আলোর রেণু ভাসে
মিশলে আকাশে ;
পিতা প্রপিতা ‘অমুক’, ‘অমুক’
পিণ্ডদানে মন্ত্র শুনি কানে ।
দক্ষিণের প্রান্ত রেখায় সুয্যিমামা হাসে ;
দুপুর বিকেল সন্ধিক্ষণে কাঙাল ।
মাছ থাকুক - না থাকুক
লাইভ টোপ ছড়িয়ে রেখে
আশা রেখে বুকে…
জেলে গোটায় জাল ।
পথ চলতি দিন -
লুকোচুরি খেলছে রোজই পাস কাটানো হাওয়া ;
মোচার রঙে খোলতাই কচি কলার পাতা
মায়া হাসির ছোঁয়া……
সোনার বেনের হাতুড়ির তাল ।