উদ্ভাসিত তারার রাতে, জ্যোৎস্না কিরণ শীতল ছায়া ;
ভাবনা তোমার বিলাস-মায়া ।
খেলিয়ে খেয়াল আলগা লাটাই ,
ছাড়া সুতো ওড়াও ঘুড়ি ;
কৌতুকের শব্দ ঝুড়ি সুগন্ধি সম্ভ্রান্ত ।
স্বর্গ-পাতন তুষারকণা, ছ’টা পিঠের স্বচ্ছ স্ফটিক -
তবুও সেই মধুশ্রাব্য
ছেঁড়া বসন্তে লজ্জা-কোকিল ।
আন্দোলিত কলা পাতার
গুনগুনানি আবেশ ঘোর ;
প্রেম বিহীন শেষ বসন্তে
অনুতাপে স্খলিত কায়া -
কটা কথায় যোজন যুঝা
এলোমেলো সম্ভাবনা ;
চুম্বনে কালবোশেখি
মুক্ত বেণীর গুচ্ছ দোলা ।
দুটো রেখা সমান দূরে
সমান্তরাল পথ ;
বাড়ছে বহর
শূন্য পরিধি ।
জাপটিয়ে প্রেম পক্ষিরাজে ,
মিথ্যে কথার দেনা ।
ভাবতে পারি যেমন তেমন
উদ্বেগে নেড়ে কড়া ,
নদীর জলে চিড় ধরা চাঁদ দোলে ।
অঙ্কনে চিত্রিত রূপ
মসি স্যালিভা ;
ঠাস-ঠোস গোলাপ অহমিকা ।
আলো ছায়া উইন্ড-স্ক্রীনের ফাঁকে
ঘ্যান-ঘ্যানে মাছি এলো উড়ে ।
দিনের রবির স্তিমিত দীপ,
সাঁঝ দুয়ারে বিড়ম্বনা ;
নেই কাব্য, কবিও নই আমি
সাগর থেকে নদী পাহাড় পথে -
কেন্দুলি মেলায় কেনা
বাজায় সুর ঐশিকী বাঁশি ।