রোদটা যখন আমার মাথায়
তাপে ভাপে চরম নির্বিকার ;
ওই রোদটা যাচ্ছে ছুঁয়ে
গ্রহ উপগ্রহের মালা……
বুঝতে পারি ঘনীভূত রাত
ঝিলিক আলোয় লুকোচুরি খেলা ।
চাই না ভাবতে আমি,
তুমি হবে সেই রোদ ।
ছুঁয়ে গেলে রবির ছটা
করছে খেলা যারা
শূন্য নীলিমায় ।
ফেলতে ছায়া পর্দা খোঁজে রোদ -
ঠিক তখনই,
আমার ছায়া আমার সাথেই ঘোরে ;
জেনেও তুমি সামাল দাও যে ক্ষোভ ।
আমার ছায়া চেয়ে নিতে
পর্দা হলে না ।
জমিয়ে বরফ মেরু সীমান্তে,
ঝরা পলাশ মারিয়ে অবহেলায় -
এই রোদটা, ছড়িয়েছে মায়া ।
ছাদ আলিসায় কোণাকুণি
অক্ষরেখায়, আমিও চলি ঘুরে ।
ফাগ আগুনে মরমিয়া বাঁশি
ঐ যে রোদ, মিষ্টি মধুর ভাষে ;
তখন তুমি ক্লিষ্ট প্রজাপতি ।
মিষ্টি রোদে ডানাই ভেজালে……।