[বর্তমান সমাজের সংঘাত, শান্তি, প্রেম, প্রকৃতি এবং অজানা ভবিষ্যৎ একে অপরের সঙ্গে জটিলতায় বহাল । সুহৃদ কবি বন্ধুজনের ভালবাসায় ভর করে প্রতীকী ভাষার প্রতিফলনে এই লেখা ।]
সদরের গ্রিল ডোর - মেটালে মেটাল ঘষে
ভয়ানক শোরগোল
পাঠান সেনারা আজ
খাপ থেকে করেছে বার
অজানা কামারশালার,
একসাথে একপথে পাশাপাশি
জং ধরা আদ্যিকাল অসি ।
তবুও,
ক্যাসারলে, শান্তিতে কেটে গেছে ক’টা দিন
কাঙ্খিত আলাপনে - দুটো রুটি বাসি ।
গ্রীষ্ম, বর্ষা, শীত জনপথে সারমেয়
ভালবাসে আমাকেও
গা ঘেঁষে কাটছে বেশ, জানি ।
নয় ভুল তোমাতেও সেদিনের কথাতেও
বিষুবরেখার টানে এপার ওপার দুলে
একঘেয়ে আলোড়ন
কুপির শিখায় চেনা নির্ভয় কম্পন ।
তারপর রাতি-দিন, বিরাম বিহীন
এপাড়া ওপাড়া ;
তোমাকে খোঁজার অজুহাতে -
আগলিয়ে রুধেগতি ওরা সদাশয় অতি
শুধিয়েছে সংসার কুশল
আজও তাই……
ঠিকানার নিশানায়, চঞ্চল ছায়া ধায়
অগ্নি, বায়ুতে ।