ওগো প্রণয়িনী
বিকশিত কুসুমভারে ওঃ ক্যাকটাস যাইগো (Cactus Zygo) !
তোমার খোলা পিঠে গোছা বেনীর
রঙ্গিন ফিতের ফুল……
কোমল রোদে ভিজিয়ে শরীর
কাড়লে কি মন তাইগো ।
ওগো প্রণয়িনী,
প্রলভিত মোহ মায়া রূপ
বেড়াও উড়ে দিনমণির টানে
চুপটি করে ফিসফাস কথা
ভীষণ সঙ্গোপনে ।
মনে পড়ে অতি পুরাতন গান -
'কে সেরা সেরা (Que sera sera)'
আবীর লালে বাসন্তীর কোকিল জল্পনা
উদ্ভট দ্যোতনা ;
ভালোবাসার খোলা আল্পনা ।
বেহুঁশ কথায় অকারণে ছেদ …….
ঠাম্মার সেই ফোকলা দাঁতে আধা শব্দের বুলি ;
এই মাটির নরম গরম হাওয়া
সংকেত তায় ঝড়ের করুণ ধুলি ।
অনিশ্চিত কাল !
জল আয়নায় দুলে
কাল যা হবার হবে (whatever will be - will be)
ছেলেবেলার গানের মন্ত্রণা ।