ওরা কারা নেই জানা
বাতাসে ভেসেছে কথা ;
কানাকানি ছিল জিজ্ঞাসা ।
বর্ষার জলে ভেজা
ঝুর-ঝুরে পচা কাঠ
তবুও আগল ছিল
নড়বড়ে দরজা ।
ফাঁকের বহর মেপে দজ্জাল আনাগোনা
শেষ রাত, ভোর নয় তেলেভাজা ঘ্রাণ ;
অভিলাষে দেয় উঁকি
বিধর্মী মার্জার ।
মত্ত জিন (জয়শীল)
শব্দ ঘাত
বর্তুল শলাকা -
পিচ্ছিল পথে দেখা চেনা মুখ সারি ,
আত্মা শোনে পীড়িত শীৎকার ।
এক বিন্দু, শিব-শক্তি গঞ্জিকা সেবক ,
আলুথালু বেশ ছিল বেমানান সেলাই ;
অন্য বিন্দু, ব্যাপ্ত জ্ঞানে মুক্ত বিহঙ্গ -
সিক্ত আশ গ্রন্থি জটে আঁটো-সাঁটো দোহাই ।
নীরবে ভাসতে জানা
মেলে দিলে ডানা ;
কবলিত ঝঞ্ঝা স্রোত
অশুদ্ধ দেনা ।
অচ্ছোদ – মনোহর সরোবর