খোলামকুচি, টুকরো পোড়া মাটি
গাঁয়ের ডোবা-পুকুর ;
ছেলেবেলার ব্যাঙ নাচানো খেলা .........
কিশলয়ে বিকশিত
স্যাকরা গড়া পাতা ।
কথার গেরোয় টানাপোড়েন
তৃপ্তি ভরা ওজোন (ozone)
নিয়ম মেনে সকাল সন্ধ্যে বই লাগানো চোখ
ভগবানের খেলা-ঘরে
হিসেব হিগস বোসোন* (Higgs boson) ।
তর্জমা নেই, যুক্তি নেই ভবঘুরে মন -
দিন বদলের ঝড়ো হাওয়া
পশ্চিমে নেই আর ।
মন খারাপের ঘুড়ি ওড়ায়
তালপাতায় আটকে থাকা সুতো ;
নানা-গোঁত্তায় খেলার বাহাদুরি
তারিফ নিয়ে হাজির খেলোয়াড় ।
বাবুরামের কাঁধের দাঁড় -
বইছে সাপের বোঝা ;
আওয়াজ ভাসে তবু
ফুলিয়ে গাল মনোহারী বাঁশি ;
হারিয়ে খোঁজা কোমল ঝাঁঝ
নিম-বেগুন ভাজা -
ফোকলা দাঁতে প্রিয় দাদুর হাসি ।
টগবগানো ফোটানো দুধ
গরম কড়া ;
লাগতো ভালো চিলেকোঠার
নীরব কোণ -
আলিঙ্গনে সুর-সুরিতে পা ;
অংশে অংশে বেটে দেওয়া ওজন (mass)
অবস্থানে অনুমত পরিমাণ (Quantum State) -
বুকে হেঁটে সরীসৃপের
সরা ভ্রমণ ।
বুলিয়ে হাত পাকা দাড়ি টাক মাথায়
একাত্তরে কঁকিয়ে কান্না প্রতিবাদী সায় ।
*The particle is associated with the Higgs field that physicists think permeates all of space-time and helps give other particles their mass.