কোণের দেওয়াল বেয়ে এঁকে-বেঁকে
উত্তাপের জাল বোনে অবিরাম,
ক্ষীণ মাকড়সা......
ছবি হয় সৌন্দর্য্যের নক্সা ।
এবার হয়েছে সময়
অপেক্ষার ভাষা আর নয়;
টুং-টাং ঠুমকি তালে
“কী সেই” গুঞ্জন তুলে, উচ্চরবে
বাতাস কাঁপিয়ে শেষে কান ঝালাপালা ;
আদরের বিনয়ী বেহালা ।