দেখা হয় বাস স্ট্যান্ড, অফিসের গেট
বাস্তব নারীর রূপে তুমি অপরূপ ।
সহজেই তোমাকে ছোঁয়া
খুশিতে জ্বলে ওঠে চোখ,
অন্তরে শুরু সেই খেলা......।
কথাকলি সেদিনের তালে বেতালে
শেষ শীত গোঙরানি ঝরা পাতা মেলা
তোমাকে নিয়েই পথ চলা ।
অকারণ তন্দ্রাবেশ আহামরি প্রেম
আলিঙ্গন নিলাজ মোড়কে
চঞ্চল বাহুডোর অস্থিরমতি;
হলুদ পাতায় জাল ছেঁড়া চিরকুটে
অনায়াস লেনদেন ‘আন্তরিক তুমি’,
চিরকাল উদার অনুমতি ।
অনাচার, ক্লান্তি শ্বাস, প্রবাহ আবেগ
ভাসা মেঘে মেশে অক্লেশে ।
আঁক কাটে রূপোলি তুলি
শতছিন্ন পটে,
ঠিকানা চেনাও তুমি জটিল জটে ।