আনাগোনা পায়ে চলা পথ,
পড়ে থাকা,
তরতাজা পেয়ারা পাতা...
ছোট খুকি, টুকটুকি
তুলে নিল হাতে ।
তাজা রঙে বাহাদুরি সাজ
আকার সাকার ;
ক’ফোঁটা শিশির শিরায়
উছল বাহার ।
গুনে গুনে ছেড়ে আসা পথ ;
দিন শেষে লাল রঙ রবি ।
তাপে ভাপে উবে যায় শিশির
ছিন্ন জাল সবুজ বিলীন ।
শক্ত বোঁটা দু-আঙুল চেপে,
কদম ছন্দ পা, মুক্ত গতি ;
পাতা, খুকি নিলাজ ভূষণ……
প্রতিবিম্ব চরৈবেতি ।