ঝিরি ঝিরি বিন্দু কুয়াশা,
ল্যাম্পপোস্টে লতাপাতায় চিকিমিকি ঝিলিক
সাউথ পার্ক গোরস্থানে অদ্ভূত সেই মেয়ে
দুষ্টুমিতে এই পৃথিবীর ছায়া ;
জানলা শাটার লজ্জা ঘোমটা ঢাকা
দেখছি এখন চাঁদের মাটিতে ।
চাই না তোমার নিয়ন আলোয়
বেমানান খোলতাই ;
হাত দিয়ে আঁধার পর্দা সরাই ।
চাঁদের গাল আড়াল এক গ্রহ,
ছিটকে পড়া রবির কিরণ কণা -
প্রতিসরণ ফাঁদে মেক-আপ রুমে
প্রেমিক তুমি নতুন বর্ণ আভায় ।
ভালবাসার দজ্জাল চণ্ডী......
মাঝরাতে ন্যাংটো চাঁদ
আমার বিছানায় ।
পেলাম আমি, তোমায় একা রাতে -
প্রতিভাত রূপ-লাবণ্য ঘটা ;
লজ্জা ছেড়ে বলো গোপন কথা ।
নিক্তি মেপে বেসামাল হোঁচট……
গল্প গুজব ঠেকের রসিকতা
নেকড়ে চাঁদ - অবচেতন প্রেম ।