বয়স বোঝে, চোখের আছে দোষ ।
নাকের ডগায় কাঁচ, ছিটকে প্রতিসরণ ;
তোমার চিবুক তি্ল,
আমার স্বার্থান্বেষী দহন ।
হনশু দ্বীপের ফুজি পাহাড়
‘আওকিগাহারা’ – শয়তানের বন ।
জানতাম তো
জমিয়ে রাখা অনেক বসন্ত ......
হয়ে গেছে পার ।
কেড়ে নিয়ে তোমার বসন্ত, আজ
দূর আকাশে হারিয়ে যাচ্ছে চিল ।
যদি এসে বসে, এইখানে
উঁচু গাছের ডালে ;
পাঠিয়ে থাকলে পলাশ রেণু
মাখবো সারা গায় ।