উথাল-পাথাল
সমঝদারের হতাশ আত্মগ্লানি ;
অভিমানী অদৃশ্য যান
অপ্সরী সোপান ।
আন্দোলনে ছেঁড়া ছন্দ
আম-জাম পাতার -
‘ভালবাসা’ ভক্তিরসে
বন্দিত লাজ ।
প্রকৃতির খোলা ডাকে
আকাশ গন্ধ ছড়ায় ;
সাগরকুলে তপ্ত বালু
খানদানী খৈ ফোটায় ।
বসার ঘরে ঘুসঘুসে জ্বর -
সোফা, ফুলের ভাস ;
প্লাস্টিক ফুলে গেরো
মোচ্ছবে সমাজ ।
জংলী-ফুলে সহবাসে
কীর্তনীয়া শকুন ;
দেব-দেবীর বসতবাটি
ছেনীছাঁচে মিথুন ।
স্বয়ম্বরে রাজা প্রজা
গাল সোহাগী নাম ;
শক্তিধরের চিকন চাবুক
সাজায় গোলোকধাম ।
দ্রৌপদী সঙ্গ-শর্তে
অভিরূপী খেলাপ -
কৌমার্যে ইতি টেনে
সঙ্গ বিমুখ শাপ ।
ইচ্ছে যখন রাঙা পলাশ খোপায় সাজানো
কলা-ছলায় মন্ত্র জালে আর্তি গোঙানো ।