পূর্বকথা –
পড়লাম ; সমাদৃত ভালবাসার কবি সোমালী নিরঝরার “অশ্লীল” কাব্য আবার স্বনামধন্য কবি প্রবীর চ্যাটার্জ্জীর সঠিক মতান্তরে “অশ্লীল নয়” ।
সেই প্রতিবিম্বে আমার ভীতসন্ত্রস্ত অনুধাবন নীচের কয়েক অসংগঠিত ছত্র –
Scorer যেমন বল জড়িয়ে জালে -
দৌড়ে এসে বলটা পোরে
Jersey আবরণে,
লেপটে সটান পেটে ;
ভরে দেওয়ার মহৎ কাজের সুখ ।
তখন!
সোমরসে গাঢ় আবেগ
শিথিল কলার ভেলায়
কাব্য ছন্দে চড়ে -
মুষ্টি হাতে সফল Bowler
শূন্য প্রান্ত থেকে
ফুঁড়ছে ভূমি বারে বারে -
ঝ্যাম্-চিক্-চিক্ তালে ;
দামী উইকেট তুললে ঝুলিতে ।
সুরবাহারে কেতাবী ঢং
পরিপাটি যৌবনের সং
কানুর সরস বাঁশি ।
নেশা সিক্ত নির্গত শ্বাস
বীর্যবাহী
শিরা উপশিরা
নাভিতলে করুণ চোরা হাসি ।
বসন্তবায় কুসুম-কলি মুখ
হোরিখেলায় নেই অভাগী দুখ ।
বস্ত্র ভেদে গোপন অঙ্গে তাক
গুন্-গুনিয়ে মৌ-মিছিলে ডাক ।
বৃন্দাবনে ভরা প্রেম
চৈতন্যোদয় ......
হরিবোলে নাচের তালে
সধবা বিধবা ;
দেনা-পাওনার
নতুন মোড়ক
কৃষ্ণচূড়ার রসালো তেজ -
উদার মনোময় ।
রুটিন মেনে
সাধ্যে তুমি প্রবল জুতের ঘোড়া ;
দলনায়ক দণ্ড হাতে খুঁজে নাও সেই পথ
ছায়া পথে অন্ধ গলির সাথ ।
মিলন ক্রিয়া কাব্য গঠন sinusoid
ঠিক দুজনা শিখরচূড়ায়
যখন ।
পবন দেব উড়িয়ে কাঁচুলি
কাঁচা আঁচের তাপ চাইলো ছুঁতে ;
গোয়ালঘরে তৃপ্ত বাছুর
চুষে চলে মায়ের দুধের বাঁট ।
উত্তেজনার খড়কুটোয় প্লাবন ......
সব হারিয়েও আঁশটে গন্ধে মদন ।
নেই ধন্দ -
সবাই সবার আপন ।
শেষকথা -
অন্যায় থাকলে - হোক প্রতিবাদ ।