ফুরফুরে প্রভাতী হাওয়া
তীরে তরী আছে অপেক্ষায়……
সাদা টগর সোহাগ ভরা গাছে
গন্ধরাজ সুবাস ছড়ালো ।
ওঠানামা হাতের তালু
ছুঁয়ে কণ্ঠনালি,
শোনেনি কান শব্দ বলা কথা
ওষ্টাধর কেঁপে উঠেছিল ।
সাঁঝ আরতি নিয়ম আহ্নিক -
একা আমি, তরল পানীয় ;
চলন বলন অতি সাধারণ শ্বাস,
ধীরে আকাশ পাচ্ছে নীল আভাস ।
ঢ্যাঁড়া কেটে দূর আকাশে
ধ্রুবতারা আলো,
চলছি পথ যুগ যুগান্তর ।
দিনের শেষে
এক ঠিকানায় গড়িমসি সংঘাত ।