পোহালে রাত আমন্ত্রণের চিঠি,
পূবের আকাশ ঘোমটা টেনেও লাল ;
মুক্তো নয় ঝিনুক চেয়েছিলাম -
রঙ্গিন লিপি শামুক খোলস পেলাম ।
আঁচল তোমার দিগন্ত যায় ছুঁয়ে,
গড়াপেটার খতিয়া্ন, অবহেলার সময়
পিঠোপিঠি লেখা-জোকা
হাতছানি দেয় মোহে ।
বিশ্বাসের গভীর ক্ষত, ছয় লেনে রাজপথ ;
ছলকে পড়া ঝিলিক হাসি তারে হাঁটা সুন্দরী ।
ঝোপ-ঝাড়ে দু-পেয়ে জীব নেকড়ে সাকরেদ ;
অপেক্ষার ফসল এলো মোটা দানা শিম ।
সুরবাহারে বিরাগ ছাঁচে চেনা গানের কলি,
রাধার ভূষণ কাঁচুলিতে আস্ত ছেনালি ;
গঙ্গাজলে গঙ্গাপুজো, কাঠে শিরিষ ঘষা -
আস্তাবলে ঘোড়ার জিনে প্রভাত ফেরী খাসা ।
পাড়ার ডোবা, আধ গলা জল, মৃণাল কিশোরী ;
রগুড়ে ঢেউ, ফাতনা দোলা, বিপাক শিকারী ।
সুরমা চোখে নজরদারি শিল্পীর ক্যানভাস……
ছানি পর্দা, চশমা মুছে আলোর বেইমানি ।