ভোরের আলো -
স্নিগ্ধ রবির কিরণ ।
গায়ে মেখে সুরসুরি দেয় তাকে
চোখ মেলে দেখা যার সাথে ।
ছোট টবে ডগমগে দোল মহিমাময় গোলাপ ।
জাপটে ধরে
সকাল বিকেল দুপুর ;
শুষে নিয়ে সেই আলোটাই
জাদু রূপের দেমাক ।
ঘাত প্রতিঘাত আকাশ মাটি
আলোর খেলায় ঢঙ ।
টবের গোলাপ সে ও
কথা দিয়ে জমিয়েছে,
আসর ইঞ্চি ছটাক ।
দিকদিগন্তে বিলিয়ে আলো হারিয়ে প্রেম
চমৎকারী সাঁঝ,
ঝিমিয়ে নীচু ধাপে
হাঁটছে পায়ে পায়ে ।
জুলপি ঝুলে অগোছালো চুল
ট্রাফিক আলোর সংখ্যাগুলো
আপনাতে মশগুল ।
কশাঘাত দীঘল আঁধার
গবাক্ষের শিকে ;
নাইক্স ( Nyx) আঁকে এরোবসের (EREBOS) কুয়াশা ঘেরা আঁধার -
নতুন ব্যাকরণ ।
বিন্দু ঘামে তৃপ্ত ঘ্রাণ, হেমেরা ( Hemera)
ছড়ায় ইথার আলো
জীবন রসায়ন ।
আলো-আঁধারি মোহনরূপ পাগল অকারণ ।
বিশেষঃ -
ভাবনা - মহাবিশ্বের উৎপত্তি সম্পর্কিত Hesiod এর তাত্ত্বিক কাব্য
গ্রীক পুরাণ -
EREBOS (Erebus) - অন্ধকারের আদি দেবতা (প্রোটোজেনোস)
NYX - EREBOS এর সহধর্মিণী।সন্ধ্যায়, এরেবোসের স্ত্রী নাইক্স আকাশ জুড়ে এরেবোসের অন্ধকার আঁকে যার ফলে রাত আসে ।
HEMERA - NYX ও EREBOS এর মেয়ে ভোরে কুয়াশার আঁধার ভেঙে আইথার (এথার), ইথারের স্বর্গীয় আলো শূন্য আকাশে ছড়িয়ে দিয়ে প্রকাশিত হয় ।