হিসেব নিতে সবাই ভাবি
যাত্রা রবি দিকের দিশা ;
দেয়নি বলে কেউ আমাকে
নাটক শেষের দৃশ্য পট ।
যেদিকে মুখ সেটাই পূব, এটা হ’লে দিকের দিশা -
আকাশ,বাতাস,রঙ,গন্ধ পালটায় না দানের পাশা ।
রবিমামা দেয়নি উঁকি, কলঙ্কিত চাঁদ মহিমা,
হাতাহাতির অবস্থানে ধোঁয়াশা ভোর ;
অবাক জ্বরে ।
ডিগবাজি খায় বন্ধ্যা সময়
ঢাক পিটিয়ে প্রচার চলে,
নতুন বছর ক্যালেণ্ডারে ।
ঝড়-জলে ঋতুর চালে সুঠাম সটান বেড়ে ওঠা
তালবৃক্ষরাজি ;
শাঁখ ঘণ্টা উলুধ্বনি,
জনম-লগন মঙ্গলঘট দিন বদলের
মহৎ কারসাজি ।
ঝর্ণা-রঙে আলোকধারায়, নিকৃষ্ট চলন-বলন
তুমি বেচাল, অধম্মো তাল ;
নতুন দিনে আনন্দ ভাগ
খণ্ড বোধে রাজি ।
প্রতিফলন কিরণমালার ছায়া ছবি মেনে
এক এক করে
কড় গুনেছি আমি -
ইতিহাসের পাতায় সাজাই যুদ্ধ-জয়ের আসর ;
গ্রহের ফেরে কোঁচকানো সমাদরের চাদর ।
উল্টো-সোজা, পরম্পরা ধারা
ছেকল বাঁধা খাঁচার কাকাতুয়া ;
পড়ি নামতা
শোনা-গোনার বুলি,
তুলি-রঙে সেই অপরূপ
অরূপ গোধুলি ।
এই আসরের সকল বন্ধুদের জানাই নববর্ষের আন্তরিক শুভেচ্ছা ও ভালবাসা ।