কেমন আলগা দিন
অচেনা পথে......
আগডুম্ বাগডুম্ গোপন ছোঁয়া ।  
রাস্তার ল্যাম্প-পোস্ট
ঘিরে রাখা বিদ্যুৎ জাল,          
প্রান্তিক সীমা ;  
লম্বা সফর শেষে
ধূপ-ছায়া কাহিনী সৌরভ ।
খোলামুখ, আলগা চোয়াল
ঝঞ্ঝাবায় এলোকেশী
কর্ষিত ঠোঁট -  
দেহ মনে তড়িৎ-প্রবাহ ।  

ছোঁক-ছোঁক ভাললাগা
ছন্দিত বাতাস,  
গন্ধের মাহাত্ম্য জেনে আর্কটিক টার্ন (Arctic tern) ;  
ফিরে আসে
নিজের আস্তানায় ।


Arctic tern – সামুদ্রিক পাখি