গাছের শক্ত বাকল
দেয় ফিরিয়ে, ঠাণ্ডা শীতের হাওয়া ।
শৌখীন ভাঁজ, ছায়া-পর্দা
আলুথালু বেশ ;
ঘোমটা টানা এক চোখের নিরীহ বেদনা -
ছড়ার ছন্দে -
আইকম বাইকম …
গঞ্জনার ঘুর্ণন দাঁড়
সুর মূর্ছনা ।
ক্ষণে ক্ষণে মায়ার কাঁপন দুপুর রোদের তেজ ;
জাপটিয়ে লেপ
সাঁঝ বেলাতে
সঘন শিহরণ ।
কা কা রবে ফিরছে কাক
ঘন বটের ডালে
রাতের আস্তানা ।
লোহার শিকে পাতাল আবন্ধনী
চার দেওয়ালে গর্বিত গণ্ডী ;
আশা ভাষা ছন্দ তালে তাল
মাটির সাথে মিলন চিরন্তনী ।
বলতে কথা গল্প-গাছায়
মাখানো রঙ শঙ্খচিলের ডানা ;
উজাড় স্বপ্নে অতর্কিত হানা ।
চারদিকে আয়না ঘিরে বায়না প্রতিচ্ছবি ,
জড়িয়ে আছে শেখানো বুলি বাধ্য অন্তরে
নিয়ম এটাই ঘেরাটোপে যুক্তিছাড়া বিধান ।
একই অঙ্গে জড়াজড়ি সংলগ্ন কোণ –
মাপা বিভেদ
ডিগ্রি একশো আশি ;
পাঁজির পাতা
নেই ভাবনা
মলিক্যুলার খেয়াল -
বরদাস্ত পাড়ার দাদার
মাংস বহুল পেশী ।
বেনোজলে ঠাসাঠাসি নাও
উজান বায়
ঠুসিয়ে লগি
ভারাক্রান্ত সওয়াল -
অপবাদে *আধার সংখ্যা
চিন্তা ভারচুয়াল ।
*আধার – ভারতীয় নাগরিকের পরিচয় পত্র